দুই মিনিট সময় নিয়ে পুরাটা পর
বন্ধু সে নয়,যে তোমাকে Gift দেয়।
+
বন্ধু হলো সে,যে তোমার জামা
নিয়ে আর ফেরত দেয় না।
ভালবেসে রেখে দেয়।
+
বন্ধু সে নয়,যে তোমাকে Invite করে।
+
বন্ধু হলো সে,যে তোমার বাড়িতে এসে
বলবে,"কি রান্না হয়েছে,খেতে দে"।
+
বন্ধু সে নয়,যে তোমাকে Phone করে
দেখা করতে বলবে।
+
বন্ধু হলো সে,যে তোমার বাড়ীর সামনে
এসে বলবে,"কইরে তুই"?
+
বন্ধু সে নয়,যে তোমার বিপদের খবর
শুনে ঘরে বসে থাকবে।
+
বন্ধু হলো সে,যে তোমার বিপদে তোমার
পাশে এসে দাড়িয়ে বলবে,"চিন্তা করিস
না ,আমি আছি তো"।
+
বন্ধু সে নয়,যে অন্যের কথা শুনে
তোমাকে
সন্দেহ করবে।
+
বন্ধু হলো সে,যে তোমার উপর সন্দেহ
করা তো দূরের কথা,কেউ তোমার নামে
কিছু বললে,সে তোমার পক্ষ নিয়ে
প্রতিবাদ করবে।
+
বন্ধু সে নয়,যে তোমার মৃত্যুর পর
তোমাকে ভুলে যাবে।
+
বন্ধু হলো সে,যে তোমার মৃত্যুর পর
তোমার
কবরের পাশে গিয়ে কাঁদবে এবং বলবে,
"এইনে তোর 'জামা ',আর ফিরিয়ে দে
আমার বন্ধুত্ব"
এটাই প্রকৃত বন্ধুত্ব, যেটার এখন খুব অভাব ।
তাই একটা অনুরোধ আমার, যদি কাউকে সত্যিকারের বন্ধু মনে করো, তাকে এই মেসেজটি forward করো এবং তাকে বলো অন্যদের forward করতে ।
আমি বন্ধু ভেবেই এটা পাঠালাম, এবার তোমার পালা, আর হ্যাঁ, যদি আমাকেও বন্ধু মনে করো তাহলে আমাকেও পাঠাতে পারো।
Love you my all Friend.
Thanks bye.
N.Zaman.